আষাঢ়ে বাদল নামে ....... বৃষ্টি পড়ে মুষলধারে আমার বর্ষার কবিতা (অষ্টম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


অবিরাম জল ঝরে আষাঢ়ের মাস,
জলে ভিজে চাষীভাই মাঠে করে চাষ।
মাঠ জলে থই থই জলে আছে ভরে,
মাঠে চাষী করে চাষ সারাদিন ধরে।


মাথায় ঘাসের বোঝা চাষী-বধূ চলে,
আঁকাবাঁকা গলিপথ ভিজে যায় জলে।
পথ ঘাটে জল কাদা হয়েছে পিছল,
জলে তার ভেকদল করে কোলাহল।


গগনে গরজে মেঘ বাদলের ধারা,
অজয় তটিনী ধায় পাগলের পারা।
নদীতে প্রবল বান জলে উঠে ঢেউ,
জনহীন নদীঘাট নাহি কূলে কেউ।


আষাঢ়ে বাদল নামে মুষল ধারায়,
নদী জলে ঢেউ উঠে নদী উথলায়।
অজয় নদীর বুকে নেমে আসে বান,
আষাঢ়ের কাব্য লিখে লক্ষ্মণ শ্রীমান।