আম্রের তরুর শাখে .........বসন্তে কোকিল ডাকে
বসন্ত এসে গেছে বসন্তের কবিতা (তৃতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


বসন্ত আসিল ওরে আজিকে ধরার পরে
হৃদয়ে পুলক তাই জাগে,
বসন্তের আগমনে ফুল ফুটে ফুল বনে
আজি বসন্তের রং লাগে।


আম্রের তরুর শাখে বসন্তে কোকিল ডাকে
রাশি রাশি ধরেছে মুকুল,
গাঁয়ের পথের ধারে তালগাছ সারে সারে
ফুটে কত পলাশ শিমূল।


নদীর ঘাটের কাছে বিশাল বটের গাছে
কত পাখি বাসা বেঁধে থাকে,
আমবন জামবন শাল পিয়ালের বন
সবুজ বনানী নদী বাঁকে।


দিবা অবসান হলে রবি পশ্চিমেতে ঢলে
নদীজলে কিরণ ছড়ায়,
সাঁঝের আঁধার নামে জ্বলে দীপ দূর গ্রামে
লিখিল লক্ষ্মণ কবিতায়।