আম্রের তরুর শাখে .........বসন্তে কোকিল ডাকে
বসন্ত এসে গেছে বসন্তের কবিতা (চতুর্থ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


বসন্তের আগমনে কোকিলেরা আমবনে
অবিরাম কুহু কুহু ডাকে,
গাঁয়ের পথের বাঁকে পলাশের বন থাকে
ফুল ফুটে পলাশের শাখে।


নয়ন দিঘির ঘাটে হাঁসেরা সাঁতার কাটে
গাঁয়ের বধূরা স্নান করে,
স্নান সারা হলে পরে কলসীতে জল ভরে
বধূসব চলে নিজ ঘরে।


ফুলবনে ফুল শাখে ফাগুন পরাগ মাখে
গুঞ্জরিয়া আসে অলি ধেয়ে,
অলিদল আসে যায় ফুলে ফুলে মধু খায়
ঘুমায় ফুলের মধু খেয়ে।


অজয় নদীর ঘাটে অলস দুপুর কাটে
দিনশেষে পড়ে আসে বেলা,
লক্ষ্মণ ভাণ্ডারী বলে যায় রবি অস্তাচলে
সাঙ্গ হয় দিবসের খেলা।