আম্রের তরুর শাখে .........বসন্তে কোকিল ডাকে
বসন্ত এসে গেছে বসন্তের কবিতা (ষষ্ঠ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


বসন্ত আসিল আজি প্রকৃতি উঠিল সাজি
নব কিশলয় তরুশাখে,
প্রভাত পাখিরা জাগে বসন্তের রং লাগে
আমবনে কোকিলেরা ডাকে।


রাঙাপথে সারি সারি তাল খেজুর সুপারি
পথবাঁকে আছে ছোট দিঘি,
কাজল দিঘির ঘাটে হাঁসেরা সাঁতার কাটে
রোদে জল করে ঝিকিমিকি।


পলাশ শিমূল বনে বসন্তের আগমনে
বসন্তে ফুটেছে লাল ফুল,
গাঁয়ে পথের বাঁকে দুইধারে তরুশাখে
ডাকিছে ডাহুকী বুলবুল।


অজয় নদীর ঘাটে সূর্য বসিল পাটে
নদীঘাটে নামে অন্ধকার,
লিখিল লক্ষ্মণ কবি নিশুতি রাত্রির ছবি
শৃগাল হাঁকিছে বারে বার।