আম্রের তরুর শাখে .........বসন্তে কোকিল ডাকে
বসন্ত এসে গেছে বসন্তের কবিতা (সপ্তম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


বসন্ত আসিল যবে কোকিলের কুহুরবে
পুলকিত সবার হৃদয়,
বসন্তের রং লাগে হৃদয়ে পুলক জাগে
তরুশাখে নব কিশলয়।


কুসুমিত উপবনে আসে যত অলিগণে
ফুলে মধু করে আহরণ,
রাঙাপথে সারি সারি তাল খেজুর সুপারি
নদীবাঁকে পলাশের বন।


পলাশের গাছে গাছে লাল ফুল ফুটে আছে
সুশোভিত আজি বসুন্ধরা,
শিমূলের বনে বনে বসন্তের আগমনে
প্রকৃতি সেজেছে মনোহরা।


অজয় নদীর বাঁকে মহুলের বন থাকে
বসন্তের রং লাগে গায়,
প্রভাত পাখির গান কোকিলের কুহুতান
লিখিল লক্ষ্মণ কবিতায়।