আম্রের তরুর শাখে .........বসন্তে কোকিল ডাকে
বসন্ত এসে গেছে বসন্তের কবিতা (দ্বিতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


বসন্তে কোকিল ডাকে ফুল ফুটে ফুলশাখে
গুঞ্জরিয়া আসে মধুকর,
গুনগুন গীত গায় ফুলে ফুলে মধু খায়
বসি ঢুলে ফুলের উপর।


নব নব কিশলয় কচি ও সবুজ হয়
সুসজ্জিত তরুর শাখায়,
খেজুর গাছের সারি দুধারে তাল সুপারি
রাঙাপথে গরুগাড়ি যায়।


বটের তরুর ছায় রাখাল বাঁশি বাজায়
বাজে বাঁশি রাখালিয়া সুরে,
গ্রাম সীমানার কাছে অজয়ের ঘাট আছে
শাল পিয়ালের বন দূরে।


অজয় নদীর ঘাটে সারাদিন বেলা কাটে
জল নিয়ে বধূ যায় ঘরে,
লক্ষ্মণ ভাণ্ডারী কয় শীতল সমীর বয়
বসন্ত আসিল ধরা পরে।