বসন্তে রাঙা হৃদয়......নব নব কিশলয়
বসন্তের আগমনী কবিতা (সপ্তম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

ঋতুরাজ 'বসন্ত' এসে গেছে। এ ঋতুতে প্রকৃতি নতুন রূপে সজ্জিত হয়। উৎসবমুখর পরিবেশ চারিদিকে। চারিদিকে সবুজের অভিযান। তরুশাখে নব নব কিশলয় বিকশিত হয়। কুসুমিত উপবনে ফুল ফুটে। আর তাই দলে দলে আসে মধুকর। পলাশ শিমূলের মনোহর শোভায় হৃদয়ে পুলক জাগে। বসন্তের আগমনে প্রকৃতি হয়ে উঠে মনোরমা।বসন্তকালে, প্রকৃতির তীব্র আবেদনে। বসন্তে পলাশবন দেখলে মনে হবে আগুন লেগেছে চারিদিকে। এ আগুন কামনার আগুন নয় প্রেমের আগুন, আনন্দের আগুন, উৎসবের আগুন। কালো খোঁপায় এক গোছা পলাশফুল পুরো তনুকে সমৃদ্ধ করে, প্রেম জাগায়। তাই আজ বসন্ত পলাশ-অনুসঙ্গ একটি শক্তিশালী প্রতীক। ... প্রেমের প্রতীক ... আনন্দের প্রতীক। পলাশের এই দীপ্তিময় শোভা আকর্ষণ করে সবার হৃদয়।


বসন্তের রং লাগে হৃদয়ে পুলক জাগে
বসন্ত আসিল বসুধায়,
নব নব কিশলয় পত্রে পরিণত হয়
তরুশাখে পাখিসব গায়।

শিমূল পলাশ বনে বসন্তের আগমনে
ফুলে ফুলে শোভা অপরূপ,
ফুটিল ফুলের কলি আসে ফুলে বসে যত অলি
মধু পান করিছে মধুপ।

রাঙাপথে গরুগাড়ি দূর গাঁয়ে দেয় পাড়ি
অজয়ের ঘাট পার হয়,
অজয়ের নদীচরে সোনাঝরা রোদ ঝরে
সুশীতল সমীরণ বয়।

সাঁঝের আঁধার নামে দূরে শালবন বামে
মাদল বাজায় কারা রাতে,
পূর্ণিমার চাঁদ উঠে আকাশেতে তারা ফুটে
চাঁদ তারা খেলে একসাথে।