হালকা শীতের আভাস .......বসন্তের শুনি আহ্বান
বসন্তের আগমনী কবিতা (নবম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শীতের প্রকোপে ধরা নাহি কাঁপে
শীত নাহি বসুধায়,
আম্রতরু শাখে কোকিলেরা ডাকে
বসন্তের গান গায়।


ফুল ফুটে বনে কুসুম কাননে
ছুটে আসে মধুকর,
ফুলে মধু খায়, কেহ নিদ্রা যায়
শুয়ে ফুলের উপর।


অজয়ের কূলে বট তরুমূলে
বসে যত আদিবাসী,
বাজায় মাদল সাঁওতাল দল
বাজায় বাঁশের বাঁশি।


বসন্ত এসেছে পুলক জেগেছে
পুলকিত দেহ মন,
বসন্ত ঋতুতে সবে উঠে মেতে
লিখে কবি শ্রীলক্ষ্মণ।