হালকা শীতের আভাস .......বসন্তের শুনি আহ্বান
বসন্তের আগমনী কবিতা (চতুর্থ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শীতঋতু অন্তে আজি এ বসন্তে
নব নব কিশলয়,
আর নাহি শীত পাখি গায় গীত
আজি প্রভাত সময়।


আম্রের শাখায় কোকিলেরা গায়
পূর্বদিকে উঠে রবি,
ফুল ফুটে বনে কুসুম কাননে
বসন্তের নব ছবি।


অজয়ের চরে সোনা রোদ ঝরে
শালিকের কলরব,
অজয়ের ঘাটে আসে জল নিতে
গাঁয়ের বধূরা সব।


বসন্তে এসেছে পুলক জেগেছে
রং লাগে দেহে মনে,
লিখিল লক্ষ্মণ কাব্য অনুপম্
বসন্তের আগমনে।