আম্রের তরুর শাখে .........বসন্তে কোকিল ডাকে
বসন্ত এসে গেছে বসন্তের কবিতা (অষ্টম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


বসন্ত আসিল আজি তরু পত্রপুষ্পে সাজি
বিকশিত রাঙা পথ পরে,
বসন্তের আগমনে পলাশ শিমূল বনে
ফুল ফুটে আছে থরে থরে।


নয়ন দিঘির জলে মরাল মরালী চলে
সারাদিন জলে করে খেলা,
কলসীতে জল ভরে বধূসব চলে ঘরে
ঘাটে পড়ে আসে যবে বেলা।


গাঁয়ের পথের বাঁকে আমবনে তরুশাখে
শুনি কোকিলের কুহুতান,
বসন্তের রং লাগে হৃদয়ে পুলক জাগে
মেতে উঠে সবাকার প্রাণ।


অজয় নদীর কাছে বিশাল বটের গাছে
পাখি সব কিচিমিচি করে,
লিখিল লক্ষ্মণ কবি ঢলিছে পশ্চিমে রবি
সন্ধ্যা নামে অজয়ের চরে।