বসন্তের আগমনে ..... সবুজের অভিযান
বসন্তের সবুজ কবিতা (অষ্টম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

কোকিলের কুহুতান আম্রের কাননে,
আম্রশাখে মঞ্জুরিত আম্রের মুকুল।
বসন্তের আগমনে ফুল ফুটে বনে,
রাশিরাশি ফুটে কত পলাশ শিমূল।

অজয়ের নদীবাঁকে শালিকেরা উড়ে,
রাঙাপথে সারি সারি চলে গরুগাড়ি।
রাখাল বাজায় বাঁশি রাখালিয়া সুরে,
জল নিতে আসে বধূ পরে লালশাড়ি।

শঙ্খচিল উড়ে যায় সুনীল আকাশে,
স্নান সারি বধুসব ঘরে ফিরে যায়।
ফুলের সৌরভ ভাসে বসন্ত বাতাসে,
পাখি সব করে রব তরুর শাখায়।


বসন্তের পূর্ণিমায় চাঁদ উঠে দূরে
লক্ষ লক্ষ তারা ফুটে আকাশের গায়।
সাঁঝের সানাই বাজে সুমধুর সুরে,
নতুন সকাল আসে রাতি কেটে যায়।