বসন্ত আসিল ..............কোকিল গাহিল
নব বসন্তের কবিতা ( পঞ্চম পর্ব)
কলমে কবি লক্ষ্মণ ভাণ্ডারী


বসন্ত এল রে এই ধরা পরে
কোকিল গাহিল গান,
এতদিন পরে কুহু কুহু স্বরে
জাগিয়া উঠিল প্রাণ।


পলাশ শিমূল গন্ধে ব্যাকুল
বসন্ত বাতাসে ভাসে,
কুসুম কাননে মধু আহরনে
অলিদল ধেয়ে আসে।


বসন্ত প্রভাতে পাখি সব মাতে
আম কাঁঠালের গাছে,
পথের দুধারে গাছ সারে সারে
সীমানায় নদী আছে।


অজয়ের চরে সোনা রোদ ঝরে
বসন্তের দূত গায়,
লিখিল লক্ষ্মণ বহে সমীরণ
লিখে কবি কবিতায়।