বসন্ত আসিল ..............কোকিল গাহিল
নব বসন্তের কবিতা ( সপ্তম পর্ব)
কলমে কবি লক্ষ্মণ ভাণ্ডারী


বসন্ত আসিল পুলক জাগিল
ফাগুনের রং লাগে,
তরুর শাখায় বিহগেরা গায়
প্রভাতপাখিরা জাগে।


ফুল ফুটে বনে মধু আহরণে
অলিদল আসে ধেয়ে,
গুনগুন করে সারাদিন ধরে
ফুলে ফুলে মধু খেয়ে।


নব কিশলয় বিকশিত হয়
তরু পল্লবে পল্লবে,
বনে ফুল ফুটে মন ভরে উঠে
পাখিদের কলরবে।


অজয়ের ঘাটে ধীরে বেলা কাটে
পার হয় যাত্রীদল,
লিখিল লক্ষ্মণ বহে সমীরণ
নদী বহে কল কল।