আম্রের তরুর শাখে .........বসন্তে কোকিল ডাকে
বসন্ত এসে গেছে বসন্তের কবিতা (দশম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


বসন্তের আগমনে রং লাগে দেহে মনে
ফুলশাখে ফুটে ফুল কলি,
শীতল সমীর বয় ফুল প্রস্ফুটিত হয়
গুঞ্জরিয়া ধেয়ে আসে অলি।


রাঙাপথে দুইধারে তালগাছ সারে সারে
অর্জুন গাছের আছে সারি।
আম কাঁঠালের গাছে ডালে ডালে পাখি নাচে
আছে গাছ খেজুর সুপারি।


বসন্তে কোকিল ডাকে বাগানে আমের শাখে
রাশি রাশি পুঞ্জিত মুকুল,
বসন্তের আ্গমনে দূরে পলাশের বনে
ফুটে ফুল পলাশ শিমূল।


কাজল দিঘির কাছে শানবাঁধা ঘাট আছে
গাঁয়ের বধূরা স্নান করে,
কহে কবি শ্রীলক্ষ্মণ স্নান হলে সমাপন
জল নিয়ে বধূ যায় ঘরে।