বসন্ত আসিল ..............কোকিল গাহিল
নব বসন্তের কবিতা (প্রথম পর্ব)
কলমে কবি লক্ষ্মণ ভাণ্ডারী


বসন্ত আসিল কোকিল গাহিল
বিকশিত কিশলয়,
ফুলশাখে কলি ফুটিল সকলি
আজি প্রভাত সময়।


পলাশ শিমূল গন্ধে ভরপুর
প্রভাত পাখিরা জাগে,
এসেছে ফাগুন ধরেছে আগুন
বসন্তের নেশা লাগে।


কুসুম কাননে মধু আহরণে
ছুটে আসে অলিদল,
বসন্ত পবনে বহে আনমনে
অজয় নদীর জল।


অজয়ের বাঁকে শালবন থাকে
ধামসা মাদল বাজে,
লক্ষ্মণ লিখিল ফাগুন আসিল
এই ধরণীর মাঝে।