হালকা শীতের আভাস .......বসন্তের শুনি আহ্বান
বসন্তের আগমনী কবিতা (তৃতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শীত নাই আর বসুধা মাঝার
বসন্তের আগমনে,
তরুর শাখায় পাখি গীত গায়
ফুল ফুটে ফুলবনে।


এসেছে সময় নব কিশলয়
সুসজ্জিত তরুশাখে,
খেজুর সুপারি তালগাছ সারি
গাঁয়ের পথের বাঁকে।


অজয়ের চরে সারাদিন ধরে
শালিকেরা করে খেলা,
বধূরা সকল আসে নিতে জল
পড়ে আসে যবে বেলা।


রাতের আকাশে চাঁদ তারা হাসে
নীল আকাশের গায়,
কবি শ্রীলক্ষ্মণ কহে অনুক্ষণ
লিখে রাখে কবিতায়।