আম্রের তরুর শাখে .........বসন্তে কোকিল ডাকে
বসন্ত এসে গেছে বসন্তের কবিতা (নবম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


বসন্ত আসিল ভবে পাখিদের কলরবে
সবাকার ভরে উঠে মন,
কোকিল উঠিল ডাকি পত্রপুষ্পে ভরা শাখী
সুসজ্জিত কুসুম কানন।


পলাশের বনে বনে বসন্তের আগমনে
রাশি রাশি কত ফুল ফুটে,
প্রভাত পাখির গান কোকিলের কুহুতান
পূবের আকাশে রবি উঠে।


অজয়ের দুই কূলে পলাশ শিমূল ফুলে
প্রকৃতি সেজেছে মনোহরা,
ফুটে ফুল কৃষ্ণচূড়া সাথে আছে রাধাচুড়া
অপরূপ সাজে বসুন্ধরা।


বসন্তের গান গেয়ে নাচে আদিবাসী মেয়ে
ফুল তুলে বেঁধেছে খোঁপায়,
ফুটিল ফুলের কলি গুঞ্জরিয়া আসে অলি
লিখিল লক্ষ্মণ কবিতায়।