বসন্ত আসিল ..............কোকিল গাহিল
নব বসন্তের কবিতা (তৃতীয় পর্ব)
কলমে কবি লক্ষ্মণ ভাণ্ডারী


বসন্ত বাতাসে শুধু ভেসে আসে
নব বসন্তের গান,
দূরে আমবনে শুনি ক্ষণে ক্ষণে
কোকিলের কুহুতান।


ফুটিল কুসুম পড়ে গেছে ধূম
আসে অলি দলেদলে,
মরাল মরালী করে জলকেলি
কাজল দিঘির জলে।


তালদিঘি পাড়ে আছে সারে সারে
লম্বা উঁচু তালগাছ,
সকালে বিকালে জলে জাল ফেলে
জেলেরা ধরিছে মাছ।


অজয়ের বাঁকে শালবন থাকে
আছে পিয়ালের বন,
বসন্ত এসেছে পুলক জাগিছে
কবিতা লিখে লক্ষ্মণ।