বসন্ত আসিল ..............কোকিল গাহিল
নব বসন্তের কবিতা (চতুর্থ পর্ব)
কলমে কবি লক্ষ্মণ ভাণ্ডারী


আমরা তরু-শাখে কোকিলেরা ডাকে
বসন্তের আগমনে,
ফুটিল পলাশ ছড়াল সুবাস
ফুল ফোটে ফুল বনে।


শিমুলের গাছে ফুল ফুটে আছে,
শোভা তার মনোহর,
ফুটে থরে থরে অবিরত ঝরে
লুটায় ধরণী পর।


ফুল ফুটে বনে কুসুম কাননে
ফুটিল ফুলের কলি,
বসন্ত বাতাসে ফুলের সুবাসে
গুঞ্জরিয়া আসে অলি।


যেদিকে তাকাই দেখি বারে পাই
বসন্তের নব ছবি,
বসন্ত আসিল কোকিল গাহিল
লিখিল লক্ষ্মণ কবি।