বসন্ত আসিল ..............কোকিল গাহিল
নব বসন্তের কবিতা ( ষষ্ঠ পর্ব)
কলমে কবি লক্ষ্মণ ভাণ্ডারী


বসন্তের ছবি প্রভাতের রবি
অপরূপ মনে হয়,
তরুর শাখায় বিহগেরা গায়
বসন্ত বাতাস বয়।


আসিল ফাগুন মনেতে আগুন
হৃদয়ে পুলক জাগে,
ফুল ফুটে বনে কুসুম কাননে
দেহে মনে রং লাগে।


পলাশ ফুটিছে শিমূল ঝরিছে
বসন্তে অবনী পরে,
লয়ে একতারা গান গাহে কারা
অজয় নদীর চরে।


বহে কল কল অজয়ের জল
যাত্রীদল পার হয়,
লক্ষ্মণ লিখিল বসন্ত আসিল
কবিতায় কবি কয়।