বসন্ত আসিল ..............কোকিল গাহিল
নব বসন্তের কবিতা ( অষ্টম পর্ব)
কলমে কবি লক্ষ্মণ ভাণ্ডারী


বসন্তের গান শুনি কুহুতান
বসন্তে কোকিল ডাকে,
নব কিশলয় বিকশিত হয়
বনে বনে তরুশাখে।


পূরব গগনে অরুণ কিরণে
উঠিল সোনার রবি,
পাখিদের গানে সাড়া জাগে প্রাণে
হেরি বসন্তের ছবি।


ফুটিল শিমূল পলাশের ফুল
বসন্তের রং মাখি,
খেজুর সুপারি তালগাছ সারি
তরুশাখে নাচে পাখি।


অজয়ের ঘাটে সূর্য বসে পাটে
দীপ জ্বলে দূরে গাঁয়,
লিখিল লক্ষ্মণ ভরে উঠে মন
বসন্তের কবিতায়।