বসন্ত আসিল ধরায় ...... কোকিল গাহে আম্রশাখায়
নব বসন্তের কবিতামালা (দশম পর্ব)
কলমে-কবি লক্ষ্মণ ভাণ্ডারী


বসন্ত আসিল আজি হেথা বসুধায়,
বসন্তের দূত গাহে আম্রের শাখায়।
ফুটিল কুসুম কলি কুসুম কাননে,
মধুকর আসে তথা মধু আহরণে।


বসন্ত প্রভাতে রবি ছড়ায় কিরণ,
তরুশাখে পাখিদের মধুর মিলন।
ফুটিল শিমূল ফুল শিমূলের শাখে,
পলাশের বন আছে রাঙাপথ বাঁকে।


পলাশের বনে বনে পড়ে গেছে ধূম,
রাশি রাশি ফুটে কত পলাশ কুসুম।
রাধাচূড়া কৃষ্ণচূড়া ফুটে শাখে শাখে,
ফুটিল কুসুম কত কেবা মনে রাখে।


অজয় নদীর বাঁকে মহুলের বনে,
মহুয়ার নেশা জাগে দেহে আর মনে।
মাথায় ফুলের খোঁপা রমণীরা গায়,
লিখিল লক্ষ্মণ কবি তার কবিতায়।