বাসন্তী দেবী পূজা.... বসন্তে মেতেছে ধরা
মা বাসন্তী দেবী আগমনী (সপ্তম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

বসন্তে ফুটিল ফুল পলাশ আর শিমূল
বসন্তের শোভা মনোহর,
নব নব কিশলয় পত্র বিকশিত হয়
সূর্য হাসে অজয়ের চর।

ফুল ফুটে ফুল বনে আসে মধু আহরণে
দলে দলে ধেয়ে আসে অলি,
বসন্তের আগমনে কুসুমিত উপবনে
ফুল কলি ফুটেছে সকলি।

সোনালী কিরণ ঝরে অজয়ের নদীচরে
ঘাট ভরে জন কোলাহলে,
রাঙাপথে গরুগাড়ি ঘাট হতে দেয় পাড়ি
পার হয় গাড়ি নদীজলে।

বসন্ত এসেছে ভাই সকলেই খুশি তাই
বাসন্তী পূজার আয়োজন,
ঢাক বাজে কাঁসি বাজে দেবীর মন্দির মাঝে
আনন্দেতে মেতে উঠে মন।