বাঁশির সুরে মাদল বাজে
           (আঞ্চলিক লোকগীতি)
                       -লক্ষ্মণ ভাণ্ডারী


নদীর পাড়ে দুই ধারে শাল পিয়ালের বন,
বাঁশির সুরে মাদল বাজে ভরে আমার মন।
... ভরে আমার মন গো, ভরো আমার মন।


মহুল বনে মহুলের তলায়
মরদ আমার মাদল বাজায়
বাঁশির সুরে কোমর নাচায় গতরে মাতন।
… গতরে মাতন গো, গতরে মাতন।


নদীর পাড়ে দুই ধারে শাল পিয়ালের বন,
বাঁশির সুরে মাদল বাজে ভরে আমার মন।
... ভরে আমার মন গো, ভরো আমার মন।


জোছনা রাতে নদীর চরে
নদীর জলে জোছনা ঝরে
পরাণ আমার কেমন করে রয় না ঘরে মন।
… রয় না ঘরে মন গো, রয় না ঘরে মন।


নদীর পাড়ে দুই ধারে শাল পিয়ালের বন,
বাঁশির সুরে মাদল বাজে ভরে আমার মন।
... ভরে আমার মন গো, ভরো আমার মন।


ফাগুনে পলাশের বন
গতরে ধরেছে রং
মরদ বিনে ফাগুন দিনে লাগে নাতো মন।
… লাগে নাতো মন গো, লাগে নাতো মন।


নদীর পাড়ে দুই ধারে শাল পিয়ালের বন,
বাঁশির সুরে মাদল বাজে ভরে আমার মন।
... ভরে আমার মন গো, ভরো আমার মন।


দূর পাহাড়ে নদীর বাঁধে
থেকে থেকে শেয়াল কাঁদে
পিরিতির মালা গলায় বেঁধে মন উচাটন ।
… মন যে উচাটন গো, মন যে উচাটন।


নদীর পাড়ে দুই ধারে শাল পিয়ালের বন,
বাঁশির সুরে মাদল বাজে ভরে আমার মন।
... ভরে আমার মন গো, ভরো আমার মন।