বেলা যেই আসে পড়ে পশ্চিমের মাঠে,
কূলে এসে ভিড়ে তরী অজয়ের ঘাটে।
ধবল বলাকা ওড়ে আকাশের গায়,
রাঙা মেঘ পার হয়ে দূরে উড়ে যায়।


রাখাল গরুর পাল নিয়ে ফিরে ঘরে,
সন্ধ্যাদীপ হয় শুরু মন্দিরে মন্দিরে।
পাখিরা বাসায় ফিরে করে কলতান,
মসজিদে মসজিদে শুনি যে আজান।


সাঁঝের আঁধার নামে গাঁয়েতে আমার,
তারাদল ওঠে ফোটে আকাশ মাঝার,
পূর্নিমার চাঁদ ওঠে সুনীল আকাশে,
জোছনার সাগরেতে সারা গ্রাম ভাসে।


রাত কাটে অবশেষে ভোর হয়ে আসে,
রাতের শিশির হাসে উঠোনের ঘাসে।