বিশাল তরুর                সবুজ ছায়ায়
           আমাদের গ্রামখানি,
সকলের সেরা               গ্রামটি আমার
            শুধু এইটুকু জানি।


পূবের গগন                 রাঙিয়ে তপন
           সোনাঝরা রোদ হাসে,
নিশির শিশির               পড়ে ঝিরঝির
            আঙিনায় কচি ঘাসে।


বাড়িতে আমার              মাটির আঙিনা
             আঙিনায় ফুলগাছে,
মাধবী মালতী               টগর বকুল
            কত ফুল ফুটে আছে।


আমার এ গাঁয়ে              রাঙাপথ বাঁয়ে
             সরু গলিপথ দিয়ে,
গাঁয়ের বধূরা                জল নিতে আসে
             মাটির কলসী নিয়ে।


গাঁয়ে চারিভিতে              ধান খেতে খেতে
              চাষীগণ করে চাষ,
গাঁয়ের মাটিতে               মাটির বাড়িতে
             মোরা সবে করি বাস।


মাঝখানে গাঁয়ে              আছে এক দিঘি
             পাড়ে তার তালগাছ,
সেই দিঘিজলে               জেলে জাল ফেলে
             ধরে রোজ রুইমাছ।


অজয়ের ধারা                 পাগলের পারা
              বয়ে চলে অবিরাম,
এ গাঁয়ের মাটি                স্বর্গ যে আমার
             সবার সেরা এ গ্রাম।