বিশ্ব কবিতা দিবস
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

১৯৯৯ সালে ইউনেস্কো ২১ মার্চ তারিখটিকে বিশ্ব কবিতা দিবস হিসেবে ঘোষণা করে। এই দিবস পালনের উদ্দেশ্য হল বিশ্বব্যাপী কবিতা পাঠ, রচনা, প্রকাশনা ও শিক্ষাকে উৎসাহিত করা। ইউনেস্কোর অধিবেশনে এই দিবস ঘোষণা করার সময় বলা হয়েছিল, "এই দিবস বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক কবিতা আন্দোলনগুলিকে নতুন করে স্বীকৃতি ও গতি দান করবে।" পূর্বে অক্টোবর মাসে বিশ্ব কবিতা দিবস পালন করা হত। প্রথম দিকে কখনও কখনও ৫ অক্টোবর এই উৎসব পালিত হলেও বিংশ শতাব্দীর শেষভাগে রোমান মহাকাব্য রচয়িতা ও সম্রাট অগস্টাসের রাজকবি ভার্জিলের জন্মদিন স্মরণে ১৫ অক্টোবর এই দিবস পালনের প্রথা শুরু হয়। অনেক দেশে আজও অক্টোবর মাসের কোনো দিন জাতীয় বা আন্তর্জাতিক কবিতা দিবস পালন করা হয়। এই দিবসের বিকল্প হিসেবে অক্টোবর অথবা নভেম্বর মাসের কোনো দিন কবিতা দিবস পালনেরও প্রথা বিদ্যমান।

বিশ্ব কবিতা দিবস আজিকে
কভু না ভুলিতে পারি,
বিশ্ব কবিতা দিবসে আজি
জাগে কবিতার সারি।

কবিতারা হাসে প্রভাত আলোয়
কবিতারা কথা বলে,
কবিতারা ভাসে দখিনা বাতাসে
সুনীল গগন তলে।

বিশ্ব কবিতা দিবসে আজিকে
কবিতারা গান গায়,
কবিতারা ঘুরে সারা বিশ্বজুড়ে
পথ খুঁজে নাহি পায়।

বিশ্ব কবিতা দিবসে আজিকে
কবিতা না পায় রুটি,
বিদ্রোহ আজি কবিতার পাতায়
কবিতারে দাও ছুটি।

অসি ছেড়ে আজি মসী ধর কবি
বিদ্রোহ দিকে দিকে,
পূর্ব দিগন্তে জ্বলে উঠে রবি
ক্ষুধিতের খুন মেখে।

লালে লাল হয়ে হাসিছে অরুণ
নতুন সকাল হয়,
কবিগণ আজি অসি লও হাতে
লক্ষ্মণ ভাণ্ডারী কয়।