বৃষ্টি নামে টুপুর টাপুর ....... প্লাবনে ভাসে দুইকুল
আমার বর্ষণসিক্ত কবিতা (সপ্তম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


ঝরিছে বাদল মুষল ধারায়
আষাঢ়ের কাল মেঘে,
ঝরে অবিরাম নাহিক বিরাম
বায়ু বয় দ্রুতবেগে।


টুপুর টাপুর নামিল বাদল
বৃষ্টি ঝরে অবিশ্রাম,
নদীবাঁধ ভেঙে জল ঢুকে গাঁয়ে
জলে ভাসে সারাগ্রাম।


নদী মাঠ ঘাট ডুবে আছে জলে
জল ঢুকে সারা গাঁয়,
একহাঁটু জলে পারাপার করে
গাঁয়ের লোক সবাই।


সোনাদিঘি পাড়ে নিমগাছ আড়ে
লুকায় হাঁসের ছানা,
পানকৌড়ি জলে ডুব দিয়ে আজি
উড়ে যায় মেলে ডানা।


অজয়ের কূলে বেঁধে তরীখানি
মাঝি চলে গেছে ঘরে,
কহিছে লক্ষ্মণ আজি বরিষণ
হবে সারাদিন ধরে।