বৃষ্টি নামে টুপুর টাপুর ....... প্লাবনে ভাসে দুইকুল
আমার বর্ষণসিক্ত কবিতা (নবম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


আষাঢ়ের দিনে কালিমাখা মেঘে
জ্বলিছে বিজুলি ধারা,
খরস্রোতা নদী অজয় তটিনী
ছুটিছে পাগল পারা।


গুরু গুরু রবে মেঘেরা ডাকিছে
বাজ পড়ে কড় কড়,
মুষল ধারায় বাদল ঝরিছে
গাছ ভাঙে মড় মড়।


বরষার জলে ডুবে গেছে পথ
জল বহে ধানমাঠে।
নদীতে প্লাবন বন্ধ পারাপার
অজয় নদীর ঘাটে।


প্লাবনের জলে ভাসে দুই কূল
ভেসে যায় গাছপালা,
অজয় নদীতে প্লাবন এসেছে
ভেসে চলে ঊর্মিমালা।


নেমেছে বাদল সারাদিন ধরে
ঝরিছে অঝোর ধারায়,
শ্রীলক্ষ্মণ কবি বরষার কাব্য
লিখে রাখে কবিতায়।