ছোট আমাদের গাঁয়ে সুশীতল ছায়,
তরুর শাখায় বসি পাখি গীত গায়।
সবুজের সমারোহ গাঁয়ে চারিধারে,
আমাদের গ্রামখানি অজয়ের পারে।


অজয় নদীর ধারা বহে অবিরাম,
সবুজ ছায়ায় ঘেরা আমাদের গ্রাম।
রাঙাপথে দুইধারে সোনা ধানখেত,
জলাজমি পাশে হেরি হোগলা ও বেত।


ছোট আমাদের গাঁয়ে সোনাদিঘি আছে,
হাঁসগুলি জলে খেলে পাখি নাচে গাছে।
দিঘি পাড়ে তালগাছ আমের বাগান,
গাঁয়ের বধূরা এসে রোজ করে স্নান।


ছোট আমাদের গাঁয়ে ছোটনদী বয়,
রবি উঠে ফুল ফুটে সু-প্রভাত হয়।