ছোট ঘর ছোট গাঁয়ে তরুর ছায়ায়,
প্রভাত সময়কালে পাখী গীত গায়।
জুঁই শাখে ফুল ফুটে কুসুমকাননে,
বায়ু বহে হাসে রবি পূরব গগনে।


ছোট গাঁয়ে ছোটদিঘি সারিসারি গাছ,
লাফায় দিঘির জলে বড়ো রুইমাছ।
ছেলেরা সাঁতার কাটে শানবাঁধা ঘাটে,
গাঁয়ের চাষীরা সব মাঠে ধান কাটে।


ছোট গাঁয়ে ছোট নদী বহে অবিরাম,
দুইকূলে দেখি তার ছোট ছোট গ্রাম।
অজয় নদীর ধারা চলে আঁকে বাঁকে,
শালিকপাখির দল আসে ঝাঁকেঝাঁকে।


শঙ্খচিল পাখা মেলে ওড়ে রাঙামেঘে,
ছোট নদী বয়ে চলে আপনার বেগে।