গাঁয়ে আছে ছোট ঘর মাটির উঠান,
তরুর শাখায় বসি পাখি গাহে গান।
প্রভাত সময়ে পূবে উদিত তপন,
কাননে কুসুম ফোটে বহে সমীরণ।


গাঁয়ে আছে ছোট দিঘি তালগাছ পাড়ে,
মোরগেরা ডাক ছাড়ে বনে ও বাদাড়ে।
আঁকা বাঁকা গলি পথে গাঁয়ের বধূরা,
জল নিতে আসে সব রাঙা শাড়ি পরা।


গাঁয়ে আছে ছোট নদী মাঝি খেয়া বায়,
এপারে ওপারে গ্রাম মাঝে বয়ে যায়।
দিন শেষে সন্ধ্যা আসে অজয়ের চরে,
জ্বলে দীপ শঙ্খ বাজে প্রতি ঘরে ঘরে।


সাঁঝের আকাশে উঠে চাঁদ আর তারা,
রাত কেটে ভোর হয় জাগে গ্রাম সারা।