ছোট গাঁয়ে আমাদের আছে ছোট ঘর,
পাঁচিল ঘেরা আঙিনা অতি মনোহর।  
পূবেতে অরুণ রবি কিরণ ছড়ায়,
সোনা রোদ পড়ে ঝরে সেই আঙিনায়।


রান্না ঘরের চালায় বসে কাক দল,
কা-কা রবে সারাদিন করে কোলাহল।
বাড়ির বেড়ার পাশে বাঁশবন দূরে,
রাখাল বাজায় বাঁশি রাখালিয়া সুরে।


সবুজ তরুর শাখে পাখি গাহে গান,
আমবনে কোকিলের শুনি কুহুতান।
রাঙাপথ এসে মিশে নদী কিনারায়,
ভাটিয়ালি গান গেয়ে মাঝি খেয়া বায়।


বেলা পড়ে আসে যবে অজয়ের চরে,
দিগন্তে লুকায় রবি, দিবসের পরে।