বিধাতা আমারে দুঃখ পারাবারে ভাসাল জীবনতরী,
দুঃখের মাঝে, আপনার কাজে সুখের সন্ধান করি।
দুঃখের সায়রে সুখ খেলা করে আশায় বেঁধেছি ঘর,
সহি দুঃখ ব্যথা সহায় বিধাতা দুঃখেরে করিনা ডর।


শত দুঃখ তবু তারি মাঝে কভু যদি সুখ-সূর্য উঠে,
জীবন আমার দুঃখের আগার সুখ মরে মাথা কুটে।
দুঃখের আগুনে দহনে সহনে পুড়ে খাঁটি সোনা হয়,
জীবন আমার, সহস্র বাধার, আছে দুঃখ, আছে ভয়।


দুঃখে কাতর হয়ো না মানব এ জীবন যন্ত্রণা-ময়,
প্রতিপদে আছে বাধা ও বিঘ্ন, দুঃখেরে করো জয়।
দুঃখের অবসানে সুখের সূর্য, উঁকি দেয় বারবার,
সহি শত দুঃখ জীবনের তরী, পার হয় পারাবার।


দুঃখের মাঝে পাইলাম খুঁজে সুখের সন্ধান আমি,
যদি তোমা পাই সুখ নাহি চাই তুমিই জীবনস্বামী।
বিপদতারণ শ্রী-মধুসূদন ডাকো তাঁরে অবিরাম,
দুঃখের সাগর হতে হলে পার লহ জীব ইষ্টনাম।