গতকাল ছিল বাংলা কবিতা আসরের সবার প্রিয়কবি শ্রদ্ধেয়া রীণা বিশ্বাস (হাসি) মহাশয়ার ফাগুনরাঙা শুভ বিবাহবার্ষিকী। গতকাল প্রকাশ দিতে পারি নি, তাই আজ প্রকাশ দিলাম। কবি-দম্পতিকে উত্সর্গ করা হলো আমার লেখা কবিতা "ফাগুন রাঙা বিবাহ বার্ষিকী"।


ফাগুন রাঙা বিবাহ বার্ষিকী
                      - লক্ষ্মণ ভাণ্ডারী


সেদিনের সেই               সিঁদুর খেলা
           পুতুল খেলা নয়,
ফাগুন রাঙা                 দিনটি কবির
           স্মৃতিপটে অক্ষয়।


প্রভাত মাখা                অরুণ সেদিন
           ছড়িয়ে ছিল কিরণ,
মিলন তিথির              মধুর লগনে
          হয়ে ছিল সে মিলন।


পলাশ শিমূল              কৃষ্ণচূড়াও
          ফুটে ছিল সেই রাতে,
প্রিয় কবির                মধুর মিলন
           অচেনা সাথীর সাথে।


স্মৃতিতে ঘেরা            দিনটি আজও
          ভাসে কবির মনে,
সানাই বাজে             বাজায় শঙ্খ
         উলুধ্বনি ক্ষণে ক্ষণে।


ফাগুন রাঙা                বিবাহ বার্ষিকী
       আসে যেন বারে বারে,
সুখী হয় যেন              যুগল-দম্পতি
        দোঁহে মিলে পরস্পরে।


ওগো ভগবান              সর্ব শক্তিমান
           তুমি প্রভু অন্তর্যামী,
দীর্ঘায়ু হোক                কবি-দম্পতি
          এ মিনতি করি আমি।