ভালোবাসার মূল ভিত্তি গড়ে ওঠে বিশ্বাস আর শ্রদ্ধার মাধ্যমে। তবে সব ভালোবাসায় একটি বিশেষ জিনিসের প্রয়োজন হয়, আর তা হচ্ছে প্রিয়জনের কাছে প্রতিশ্রুতি। সম্পর্ক এগোয় প্রতিশ্রুতি নিয়ে, যে ভালোবাসায় প্রতিশ্রুতি নেই তার ভিত্তি গড়ে ওঠে না। তাই ভালোবাসা সপ্তাহের গুরুত্বপূর্ণ দিবস হলো ১১ ফেব্রুয়ারি ‘প্রতিশ্রুতি দিবস’।

ভালোবাসা মানে একে অন্যের সুখে-দুঃখে পাশে থাকার অঙ্গীকার। প্রতি বছর সারা বিশ্বব্যাপী এ দিবসটি পালন করা হয় প্রতিশ্রুতি দিবস হিসেবে।

প্রিয় মানুষটির কাছে সারাজীবনের প্রতিশ্রুতি নিয়েই সম্পর্ক এগিয়ে নেবার নামই ভালোবাসা। তাই এ দিনটি আপনি আপনার প্রিয় মানুষটির কাছে প্রতিশ্রুতি করতে পারেন সেসব কথা যেগুলো পালন করতে আপনি সবসময় চেষ্টা করবেন।

প্রেম-ভালবাসা ও বন্ধুত্বের সাথে ভালবাসা সপ্তাহ
পঞ্চম দিবস- পঞ্চম পর্ব- প্রতিশ্রুতি দিবস
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

প্রতিশ্রুতি দিবসের কাব্য লিখি আজ,
ভালবাসা আছে জমা হৃদয়ের মাঝ।
প্রতিশ্রুতি দিবসেতে দেহ প্রতিশ্রুতি,
ভালবাসা মাঝে যেন নাহি হয় ত্রুটি।

নব নব প্রতিশ্রুতি, নব নব আশা,
ভালবাসা ব্যক্ত করে হৃদয়ের ভাষা।
নিত্য নব প্রতিশ্রুতি করহ গ্রহণ,
প্রীতি আর ভালবাসা অটুট বন্ধন।

প্রতিশ্রুতি দিবসেতে সুনিশ্চিত হয়,
অভিন্ন হৃদয় দুটি ভিন্ন কভু নয়।
দুটি মন, দুটি প্রাণ যুক্ত হয় যবে,
অভিন্ন-হৃদয় বলি তারে কয় সবে।

হৃদয়ে সঞ্চিত যত প্রেম ভালবাসা,
কবিতায় কথা বলে হৃদয়ের ভাষা।
ভালবাসা যুক্ত করে দুটি প্রাণ মন,
কবিতায় লিখে কবি ভাণ্ডারী লক্ষ্মণ।