আমাদের গ্রামখানি অতি মনোহর,
সবুজ গাছের ছায়ে জুড়ায় অন্তর।
পাখি সব গীত গায় সুশীতল ছায়ে,
রবি উঠে ফুল ফুটে আমাদের গাঁয়ে।


কুসুম কাননে ফোটে ছোট ছোট ফুল,
দূরে ওই যায় দেখা অজয়ের কূল।
শাল পিয়ালের বনে পাখি গায় গীত,
উত্তরে হাওয়া বয় এলো আজ শীত।


আম কাঁঠালের বন গ্রামখানি জুড়ে,
ছড়ায় কিরণ রবি পাহাড়ের চূড়ে।
রাঙাপথে ধূলো ওড়ে চলে গোরুগাড়ি,
দিঘি পাড়ে চারিধারে খেজুরের সারি।


মাটির মায়ের স্নেহে ভরা এই গ্রাম,
গাঁয়েতে জনম মোর সুখ স্বর্গ-ধাম।