গাঁয়ে আছে স্নিগ্ধ ছায়া ছোট ছোট ঘর,
গাছে গাছে পাখি ডাকে শুনি নিরন্তর।
আম কাঁঠালের গাছ তাল ও সুপারি,
রাঙা পথে দুই ধারে খেজুরের সারি।


গাঁয়ে আছে ছোট দিঘি সুশীতল জল,
দিঘি জলে খেলা করে মরালের দল।
মরাল মরালী সাথে কাটিছে সাঁতার,
জল নিতে আসে ঘাটে বধূরা পাড়ার।


গাঁয়ে আছে ছোট নদী গ্রাম সীমানায়,
ভাটিয়ালি গান গেয়ে মাঝি নাও বায়।
বালু চরে আছে বসে ধবল বলাকা,
শঙ্খচিল ভেসে চলে মেলে দুই পাখা।


সোনার ফসল ফলে গাঁয়ের মাটিতে,
মাঠ ভরা সোনা ধান হেরি চারিভিতে।