গাঁয়ে আমার মাটির বাড়ি
               পরম সুখে করি বাস,
মাটিতে ফলায় সোনার ফসল
               চাষীরা মাঠে করে চাষ।


আম কাঁঠালের ছায়ার ঘেরা
              হেথা গাঁয়েতে আমার,
গাঁয়ের মাঝে বসত বাটী
              আমার বাপ-ঠাকুর্দার।


প্রভাত হলে তরুর শাখে
              শুনি পাখিদের গান,
গাঁয়ের পাশে অজয় নদী
              শুনি নদীর কলতান।


লাল ধূলোর সরাণ বেয়ে
              চলেছে গোরুর গাড়ি,
সরু মাটির পথ গিয়েছে
              গাঁয়ের সীমানা ছাড়ি।


তাল সুপারি গাছের সারি
             এ গাঁয়ের চারিভিতে,
রাখাল ছেলে বাজায় বাঁশি
             শুনি যে কান পেতে।


নীল আকাশে শঙ্খ চিলেরা
             উড়ে মেঘের গায়ে,
পথের পথিক চলছে পথে
             তরুর শীতল ছায়ে।


গাঁয়ের মাটি স্বর্গ আমার
             মাটির ঘরে থাকি,
সবাই বলে গাঁয়ের কবি
             গাঁয়ের ছবি আঁকি।