রাঙাপথ এসে মিশে নদী কিনারায়,
গাঁয়ের অজয় নদী বয়ে চলে যায়।
পূরবে হাসিছে হেরি অরুণ তপন,
পসরা সাজায়ে লয়ে আসে যাত্রীগণ।


নদীঘাটে জমে ভিড় অজয়ের তীরে,
ডাক ছাড়ে মাঝিভাই যাত্রীদের ভিড়ে।
তরণী ভাসিল যেই অজয়ের জলে,
ভিড় ঠেলে যাত্রীগণ আসে দলে দলে।


সাদা পাল তুলে তরী ছাড়ে অবশেষে,
গায় মাঝি ভাটিয়ালি আসে সুর ভেসে।
শাল পলাশের বন অজয়ের বাঁকে,
বন শালিকের দল আসে ঝাঁকে ঝাঁকে।


অজয়ের নদীতটে পড়ে আসে বেলা,
ধীরে ধীরে সাঙ্গ হয় দিবসের খেলা।