গাঁয়ের মাঝে            শীতল ছায়ে
          আমার মাটির ঘরে,
ময়না চড়ুই             সকালে আসে
         আঙিনায় খেলা করে।


সকাল হলে            সোনার রবি
         পূবের আকাশে উঠে,
ফুলের বনে          হরেক রকম
         ফুলকলি সব ফুটে।


বাঁশ বাগানে        ঝোপের কাছে
         মুরগীরা সব ডাকে,
গাঁয়ের পথে        মেয়েরা চলে
         মাটির কলসী কাঁখে।


সোনা দিঘির         ঘাটের কাছে
        রাজহাঁস জলে ভাসে
শীতল জলে        ডুব দিতেরোজ
        পানকৌড়িরা আসে।


অজয় নদীর         ঘাটের কাছে
      তরীখানি আছে রাখা,
নদীর চরে         পুঁটিমাছ ধরে
      ধবল এক বলাকা।


রাখাল ছেলে       বাজায় বাঁশি
      প্রাচীন বটের ছায়ে,
দিনের শেষে       লুকায় রবি
      আঁধার নামে গাঁয়ে।