গাঁয়ের মাটিতে জন্ম আমার থাকি মাটির ঘরে,
হেথা পাই সুখশান্তি আর খুশিতে জীবন ভরে।
গাঁ ভালবাসি আমি গাঁয়ের মাটি যে আমার মা,
গাছের ছায়া মাটির মায়া,আমি ভুলতে পারিনা।


গাঁয়ের পাশে সবুজ ডাঙায় গরু-বাছুর সব চরে,
মিঠে সুরে বাঁশের বাঁশি বাজে চিত্ত ওঠে ভরে।
ভোরের হাওয়া ধানের খেতে খেলে যায় ঢেউ,
আমি শুধু চেয়ে থাকি আর সেথা থাকেনা কেউ।


গাঁয়ের মাটিতে জন্ম আমার, থাকি মাটির ঘরে,
গাঁয়ের মা মাটি, মানুষ আর মাকে মনে পড়ে।
এই গাঁয়ের মাটিতে ফলে সোনার ফসল ধান,
গাঁ আমার, মাটি আমার, মাকে জানাই প্রণাম।


গাঁয়ের মাটি স্বর্গভূমি, তীর্থভূমি মা যে আমার,
এই গাঁয়েতে যেন আমি ফিরে আসি বারবার।