গ্রাম সীমানায় পদ্ম দিঘি
দূরে আমকাঁঠালের বন,
গাছে গাছে পাখিরা গায়
ভরে ওঠে আমার মন।


রাজহাঁসেরা সাঁতার কাটে
পদ্ম দিঘির কালো জলে,
আদুল গায়ে পান্থপথিক
বসে গাছের ছায়া তলে।


রাঙাপেড়ে লালশাড়ি পরা
গাঁয়ের বধূ কলসী কাঁখে,
স্নানের পরে সিক্ত বসনে
জল নিয়ে দাঁড়িয়ে থাকে।


গাঁয়ের পাশে অজয় নদী
কুলুকুলু বেগে বয়ে চলে,
গোরুমোষ পার হয়ে যায়
অজয় তটিনীর হাঁটুজলে।


দিনের শেষে ক্লান্ত হয়ে
ঘরে ফেরে চাষীর দল,
ক্লান্তপাখি নীড়ে ফেরে
রোজ শুনি কোলাহল।


দিনের শেষে সূর্য ডোবে
অজয় নদীর চর ঘেঁষে,
সাঁঝে সানাই বাজে দূরে
চাঁদ ওঠে নীল আকাশে।