হেমন্তের গান (তৃতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


হেমন্ত প্রভাতে মুক্ত বায়ু মাতে
হিম পড়ে কচি ঘাসে,
পূরব গগনে অরুণ কিরণে
হেমন্তের রবি হাসে।


রাতি ভোর হলে রাঙাপথে চলে
সারি সারি গরুগাড়ি,
পার হয় মাঠ ছাড়ি নদী ঘাটে
দূর গাঁয়ে দেয় পাড়ি।


নয়ন দিঘিতে আসে জল নিতে
গাঁয়ের বধূর দল,
মরাল মরালী করে জল কেলি
করে কত কোলাহল।


অজয়ের ঘাটে ক্রমে বেলা কাটে
আসে সাঁঝের সময়,
কাব্যের কাণ্ডারী লক্ষ্মণ ভাণ্ডারী
কবিতায় তার কয়।