হেমন্তের গান (পঞ্চম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী



শরতের শেষে হেমন্ত এসেছে
হিমের পরশ লাগে,
শীত লাগে গায় তরুর শাখায়
প্রভাত পাখিরা জাগে।


পূবে রবি উঠে বনে ফুল ফুটে
কুসুমিত উপবনে,
সকালে বিকালে অলি দলে দলে
আসে মধু আহরণে।



রাঙা শাড়ি পরা গাঁয়ের বধূরা
কাঁখেতে কলসী নিয়ে,
নয়ন দিঘিতে আসে জল নিতে
চলে রাঙাপথ দিয়ে।



অজয়ের ঘাটে সূর্য বসে পাটে
হয় দিবা অবসান,
সাঁঝের সানাই বাজে দূর গাঁয়
লিখে লক্ষ্মণ শ্রীমান।