হেমন্তের গান (ষষ্ঠ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


হেমন্ত এসেছে পুলক জেগেছে
হিম পড়ে কচি ঘাসে,
নিশির শিশির পড়ে ঝিরঝির
পূবে সোনা রবি হাসে।


প্রভাত সময়ে কাস্তে হাতে নিয়ে
চাষীভাই চলে মাঠে,
রাতি ভোর হয় আর দেরি নয়
মাঠে মাঠে ধান কাটে।


গাঁয়ের রাখাল নিয়ে গরুপাল
সবুজ ডাঙায় আসি,
সারাদিন ধরে মাঠে গরু চরে
বাজায় বাঁশের বাঁশি।


অজয়ের চরে সোনা রোদ ঝরে
শালিকেরা খেলা করে,
লক্ষ্মণ ভাণ্ডারী কাব্যের কাণ্ডারী
লিখে কবিতার পরে।