হেমন্তের গান (সপ্তম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


হেমন্ত আসিল শিশির ঝরিল
ভোরে ঘাসের আগায়,
পূরব গগনে অরুণ কিরণে
ভানু কিরণ ছড়ায়।


তরুর শাখায় পাখি গীত গায়
প্রভাত পাখিরা জাগে,
নিশির শিশির পড়ে ঝির ঝির
হিমের পরশ লাগে।


কাস্তে নিয়ে হাতে চাষী চলে মাঠে
ধান কাটে সারাবেলা,
গাঁয়ের রাখাল নিয়ে গরুপাল
খেলে ডাং-গুলি খেলা।


অজয়ের চরে বেলা আসে পড়ে
দিগন্তে লুকায় রবি,
হেমন্তের গান রচিল শ্রীমান
লিখিল লক্ষ্মণ কবি।