হেমন্তের গান গেয়ে ......চাষী সব ধান কাটে
হেমন্তের হিমেল কবিতা (দ্বিতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


অঘ্রানে ধানের খেতে প্রভাত সময়,
হিমের পরশ লাগে মুক্ত বায়ু বয়।
সকালে সোনার রবি উঠে পূবদিকে,
ছড়ায় কিরণ সূর্য লাল রং মেখে।


রাঙা পথে দুই ধারে তরুর শাখায়,
প্রভাতপাখিরা ডাকে আপন বাসায়।
চাষী-বধূ ধান নিয়ে রাঙাপথ ছাড়ি,
মাথায় ধানের বোঝা ফিরে নিজ বাড়ি।


অঘ্রানে নবান্ন হয় খুশির পরব,
বাংলার ঘরে ঘরে উঠে কলরব।
শিশু বৃদ্ধ যুবা সবে বসি আঙিনায়,
নতুন চালের পিঠে গুড় দিয়ে খায়।


ধন্য ধন্য পল্লীগ্রাম ধন্য গ্রামবাসী,
গোলাভরা ধান তাই খুশি আজি চাষী।
নবান্নের কাব্য গাঁথা হল সমাপন,
কবিতা লিখিল কবি ভাণ্ডারী লক্ষ্মণ।