জ্যৈষ্ঠের প্রচণ্ড দাবদাহে ক্লান্ত কবিতাগুচ্ছ
জ্যৈষ্ঠমাসের উত্তপ্ত কবিতা (অষ্টম পর্ব)
কলমে-কবি লক্ষ্মণ ভাণ্ডারী

জ্যৈষ্ঠ মাসের
বাদলা দিন,
বাদল নামে
রিমঝিম ঝিম।

আকাশ কালো
মেঘেরা ডাকে,
বিজুলি হাসে
মেঘের ফাঁকে।

বাদলা দিনে
মহিম রায়,
ছাতা মাথায়
ইস্কুলে যায়।

ছানি মাথায়
কৃষক চলে,
বলদ দুটি
ভিজছে জলে।

গাঁয়ের পথে
ছেলেরা চলে,
কেউবা ভিজে
বৃষ্টির জলে।

আম বাগানে
মালী নাই,
আম কুড়াতে
আসে সবাই।

আকাশ ঢাকা
কালো মেঘে,
অজয় চলে
আপন বেগে।