কাব্য দিয়ে শুরু কবিতার তরু (কবির ২২০০ তম প্রয়াস)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


কাব্য দিয়ে শুরু কবিতার তরু
ফুল ফুটে গাছে গাছে,
কবিতার পাতা কবিতার খাতা
কবিতায় ভরে আছে।


তরুশাখে বসি কবিতারা গায়
প্রভাত পাখির সুরে,
লেখনী আমার লিখে চারিধার
কবিতার পাতা জুড়ে।


কবিতারা হাসে কবিতারা ভাসে
অজয় নদীর জলে,
কবিতারা ফুটে কবিতা তরুতে
ঝরে পড়ে তরুমূলে।


মনের গহনে প্রাণের স্পন্দনে
কবিতা সৃষ্টি আমার,
দিনে দিনে কত লিখেছি কবিতা
হিসাব রাখি না তার।


কাব্য দিয়ে শুরু কবিতার তরু
নাম মোর কবিতার,
দ্বিসহস্র এবং দুইশত তম
আজি কাব্য উপহার।